Surprise Me!

Interview of Bangladeshi actress Dolly johur with Shaifur Rahman Sagar by eurobdnewsonline.com

2014-01-25 20 Dailymotion

ডলি জহুর- <br />* আমার জন্ম বাবার বাড়ি ধানমণ্ডি ভূতের গলিতে। ওখানে আমার পড়াশোনার পুরো জীবন। <br />* প্রথমে পড়াশোনা ধানমণ্ডি স্কুলে। তারপর আজিমপুর গার্লস স্কুলে। তারপর ইডেন কলেজে। তারপর ঢাবি থেকে সমাজ বিজ্ঞানে অনার্স এবং এম. এ। <br />* ছোটবেলা আমি খুব বেশি দুষ্ট ছিলাম। <br />* ছোটবেলা থেকে আমি বিভিন্ন অনুষ্ঠানে নাচ, গান এবং অভিনয় করতাম। <br />* টেলিভিশনে যাওয়া বিয়ের পর থেকে। <br />* ইউনিভার্সিটিতে প্রথম নাটক লেট দ্যা বিলাইড। হামিদ ভাইয়ের সাথে। <br />* হাসবেন্ড যদি আমাকে বিটিভিতে বা টেলিভিশনে না নিয়ে যেত তাহলে আমার টেলিভিশনে যাওয়া হত না। <br />* বড় পর্দায় কাজ করতে কোন ইচ্ছা ছিল না। একপ্রকার জোর করে নেওয়া হয়েছে। <br />* প্রথম জাকারিয়া হাবিব এবং তার অ্যাসিস্ট্যান্ট রহিম নেওয়াজ আমার বাসায় আসে ওনাদের ছবিতে কাজ করতে। ছবিটির নাম ছিল 'অসাধারণ'। অনেক কষ্টে আমায় তারা রাজি করাল। <br />* কাজ করতে গিয়ে অনেক বিরক্ত হলাম। ভাল লাগাত দুরের কথা, বিরক্তের চরমে চলে গেলাম। <br />* ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নাচ, তারপর গান তারপর অভিনয়। <br />* অভিনয় করতে গিয়ে যে মজা, তা একটা নেশা ধরাই দিল অভিনয়ের প্রতি। <br />* বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত। <br />* আমার মা মারা যাওয়ার পর আমি বাবার বাড়ি ছিলাম প্রায় ১৮ বছর। <br />* আমার পরিবার খুব ছোট। আমি, আমার ছেলে আর ছেলের বউ। <br />* আমার বাবা সবসময় বলতেন- মানুষকে ভালোবাসতে পয়সা লাগে না, বেশি কষ্টও না। তার কথা আমি সবসময় ম্যানটেইন করি। <br />* অভিনয়ে যে যেখান থেকে আসুক, মঞ্চ থেকে যারা আসবে তারা ভাল করবেই, টিকে থাকবেই। তাদের অভিনয়ের চর্চাটা সবসময় থাকে। <br />* বিটিভিতে কাজ করতে কখনো বিরক্ত হইনি। <br />* বিটিভি থেকেই আমার পরিচিতি, ওখান থেকেই আমি এসেছি। <br />* আমার বিটিভির প্রথম নাটক 'মানিক-রতন'। ডিরেক্টর ছিলেন আব্দুল্লাহ ইউসুফ ইনাম। <br />* আগের অনেক নাটকের কথা মনে পড়ে। যেমন- অক্টোপাসের চোখ, নিকটে সমুদ্র, দক্ষিণের জানালা, সুখের উপমাসহ আরও বেশ কিছু নাটক। <br />* নাটক করার আগে স্কিপ্ট আমার কাছে ১০০% জরুরি। <br />* নিজেকে আমি নিজে মূল্যায়ন করতে পারব না। আমাকে দর্শক মূল্যায়ন করবে। <br />* আমার ভক্ত এবং দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার দর্শকদের কাছে আমার একটা চাওয়া- যাতে আমার জন্য দোয়া করে, যাতে আমি সুস্থ থাকি। আমি যাতে মৃত্যুর আগ পর্যন্ত এক্ষেত্রে কাজ করে যেতে পারি।

Buy Now on CodeCanyon