East West University (Bengali: ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়) (EWU) is a private university located in Dhaka, Bangladesh. Its own campus is in Jahrul Islam City, Aftabnagar. <br /> <br />In 2007, Webometrics ranked EWU third among all universities of Bangladesh (first among private universities in Bangladesh) and 64th in the Indian subcontinent in their World Universities Ranking based on web visibility of electronic publication, scientific results and international activities. <br /> <br />ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। <br /> বিজ্ঞান ও প্রকৌশল, অর্থনীতি ও ব্যবসা এবং কলা অনুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। ওয়েবোমেট্রিক্স (Webometrics) তাদের বিশ্ববিদ্যালয় ক্রম ২০০৭ - এ ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে তৃতীয় এবং ভারতীয় উপমহাদেশে ৬৪তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করে। এই ক্রম বৈজ্ঞানিক গবেষণা, আর্ন্তজাতিক প্রতিযোগিতার ফলাফল এবং গবেষণাপত্র প্রকাশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে[।
