প্রবীর মিত্র- <br />* ১৮ আগস্ট ১৯৪১ সালে নানা বাড়ি চাঁদপুরের নতুন বাজারে আমার জন্ম। <br />* দু'বোন, দু'ভাইয়ের মধ্যে আমি বড়। <br />* পড়ালেখার দিক দিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। <br />* ছোটবেলায় ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল। <br />* আমার সাংস্কৃতিক জগতে আসার কথা ছিল না, আমি ছিলাম স্পোর্টস ম্যান। অনেক খেলাধুলা করতাম। সারা বছর মাথে পড়ে থাকতাম। <br />* আমার সিংহ রাশি। আমি ভাগ্যে খুব বিশ্বাসী। <br />* আমার বাড়ি, গাড়ি ফ্ল্যাট কিছুই নেই। কিন্তু মানুষের অফুরন্ত ভালোবাসা আছে। <br />* স্কুল থেকেই আমার অভিনয় জীবন শুরু। <br />* অভিনয়ের পাগল হিসেবে ফিল্মে ঢোকা। কেরানীগঞ্জে জমিদার বংশে আমার জন্ম। <br />* আমার নাটক শিক্ষার গুরুরা হলেন- বাবু নুনি দাশ, এজাজ খান ও বাবু অরুণ বসু। <br />* আমাকে ফিল্মে নিয়ে আসেন এইচ আকবর সাহেব। <br /> <br />* ফিল্মে যখন আমি আসি তখন কোন প্রত্যাশা নিয়ে আসিনি। যেমন আমার কোন গাড়ি হবে, বাড়ি হবে, ফ্ল্যাট হবে, কোটি কোটি লোক আমায় চিনবে, আমায় ভালবাসবে, শ্রদ্ধা করবে এমন কোন প্রত্যাশা ছিল না। <br />* আমার প্রথম ছবি "জ্বল ছবি"। <br />* আমার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট "জীবন তৃষ্ণা" ছবিটি। <br />* আমি যাই খাই খুব তৃপ্তি সহকারে খাই। <br />* ফিল্মের বাহিরে কোন ভ্রমণ করিনি। <br />* ১০-১২ বছর আগে শুনেছি আমার ৩০০ ছবি পূর্ণ হয়েছে, এর পরে আর হিসাব নেই। <br />* আমার প্রিয় অভিনেতা আনোয়ার হোসাইন, যাকে আমি গুরু হিসেবে দেখি। <br />* বিয়ে করেছি ১৯৭৩ সালে, লাভ মেরিজ। <br />* আমার এক মেয়ে, তিন ছেলে। <br />* দর্শকদের উদ্দেশ্যে- ইউরোবিডি নিউজ অনলাইন ডটকমের সকল দর্শক ও শ্রোতাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আর আমার একটা ইচ্ছা আমি যেন অভিনয় করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। সবাইকে ধন্যবাদ।