Surprise Me!

Girl Friend of Noor Hossain Nila arrest-নূর হোসেনের বান্ধবী নীলা ৩ দিনের রিমান্ডে

2014-05-26 1 Dailymotion

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বান্ধবী সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে একটি হত্যা মামলায় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। <br />এর আগে গত ১৮ মে নীলাকে আটক করা হলেও তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় ডিবি পুলিশ। <br />জানা গেছে, ২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে জুয়েল নামের এক ব্যক্তির দেহ ও পরে মাথা উদ্ধার করা হয়। ওই ঘটনার পরদিন ২৭ অক্টোবর থানার এস আই জিন্নাহ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃত এক আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এতে হত্যাকাণ্ডের সাথে নীলা জড়িত বলে জানায়। কিন্তু তখন নূর হোসেনের প্রভাবের কারণে পুলিশ নীলাকে গ্রেফতার করেনি।

Buy Now on CodeCanyon