TheGlobalNews24.com: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফোর মার্ডার মামলার আসামী বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল বাশার কাশু নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবুকে সোনার নৌকা উপহার দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। আবুল বাশার কাশুর বিরুদ্ধে ২০০২ সালের ১২ মার্চ আড়াইহাজারের গোপালদীতে চার আওয়ামীলীগ কর্মীকে প্রকাশ্য দিনের বেলা পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। <br /> <br />সোমবার রাতে গোপালদি বাজার মাঠে আবুল বাশার কাশুর আওয়ামীলীগে যোগদান উপলক্ষে একটি বিশাল সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বিএনপি’র ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন গোপালদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবুল বাশার কাশু। যোগদানকারিদের মধ্যে চার আওয়ামীলীগ কর্মী হত্যা মামলার আরো চার আসামী বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন। <br /> <br />সমাবেশে স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল কাশেমের সভাপতিত্বে এমপি ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শাহ্জালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোপালদী পৌর আওয়ামী লীগের সভাপতি জাকির মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।