Surprise Me!

British Bangladhi Importers Association (বিমানে সবজি পরিবহন বাড়ানোর দাবী বাংলাদেশ ইম্পোটার্স এসোসিয়েশন ইউকের

2014-11-06 1 Dailymotion

ঢাকা ও সিলেট থেকে বিমানের মাধ্যমে সবজি রপ্তানির সুযোগ সম্প্রসারনের দাবী জানিয়েছেন বৃটিশ বাংলাদেশ ইম্পোটার্স এসোসিয়েশন ইউকে। বুধবার পূর্বলন্ডনের স্থানীয় দিল চাদ রেস্টুরেন্টে আয়োজিত সভায় বৃটেনে সফরকারী বেসরকারী বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের নেতারা বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশের সবজি রপ্তানি একটি সম্ভাবনাময় বাজার। প্রতি সপ্তাহে অন্তত ১০০টন বাংলাদেশী সবজির চাহিদা রয়েছে। বর্তমানে ২০-২৫ ঘন্টা সময় নিয়ে বাংলাদেশ থেকে বিদেশী এয়ারলাইন্সের মাধ্যমে বৃটেনে সবজি রপ্তানি হচ্ছে। এতে সবজির গুনগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিমান বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে জানান বক্তারা।

Buy Now on CodeCanyon