Surprise Me!

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী রক্ষা বাঁধ উদ্বোধন ( Walk way)

2014-11-15 41 Dailymotion

রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিচার স্বচ্ছ ও সুষ্ঠ হওয়ায় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোন প্রতিক্রিয়া ব্যাক্ত করছে না বিএনপি। এ বিচার চলতে থাকবে। এ বিচারের রায়ও বাস্তাবায়ন হবে ইনশাল্লাহ। তিনি ঘোষণা দিয়ে বলেন, অচিরেই কাঁচপুরে শীতলক্ষ্যা নদী তীরে ইকোপার্ক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। <br />নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিমর্তীরে বিআডব্লিউটিএ’র নির্মিত ওয়াকওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী মফিজুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্মসচিব সোহরাব হোসেন শেখ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা ।

Buy Now on CodeCanyon