Surprise Me!

Police এবার থানার ভিতরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ এক পুলিশ অফিসারের রিরুদ্ধে

2015-01-24 211 Dailymotion

বাংলা ফটো নিউজ (সাভার) : এবার থানার ভিতরে এক পুলিশ অফিসারের রিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করছেন তার স্ত্রী। নির্যাতনের শিকার পুলিশ অফিসারের ওই স্ত্রী বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় যন্ত্রনায় ছটপট করে দিন কাটাচ্ছেন। তার নাম ফাতেমা আক্তার এবং অভিযুক্ত স্বামী নেত্রকোনা জেলার মদন থানার (উপ পরিদর্শক) এস আই সাকোয়াত হোসেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার নেত্রকোনা জেলার মদন থানার ভিতরে।বিস্তারিত...http://banglaphotonews.com/?p=44828

Buy Now on CodeCanyon