Surprise Me!

BNP leader Salah Uddin Ahmed at Shillong: নিখোঁজের পর প্রথম টিভি সাক্ষাৎকারে সালাহ উদ্দিন আহমেদ

2015-05-18 437 Dailymotion

নিখোঁজ হওয়া এবং তারও আগে থেকে সরকার বিরোধী কর্মসূচির কারণে আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ প্রথমবারের মত গণমাধ্যমের সামনে এসেছেন। <br /> <br />সোমবার দুপুরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং সিভিল হাসপাতালে সিটি স্ক্যান করাতে আরেক ভবনে নেওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। <br /> <br />সালাহ উদ্দিন দেশে ফিরতে চান বলে জানান। একই সঙ্গে বলেন, তাকে হাত ও চোখ বেঁধে বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে শিলং এনে ফেলে যাওয়া হয়।

Buy Now on CodeCanyon