Surprise Me!

খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ

2016-02-05 1 Dailymotion

24-11-2013 <br />শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের নামে খেলার মাঠ দখল করে গড়ে তোলা হয়েছে ভবন। আর তাতে স্কুলের পাঠদানের বদলে চলছে এনজিও’র কার্যক্রম। সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চলে এমন ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী। <br /> <br />যমুনা নদী ও হুড়াসাগর নদে ঘিরে থাকা চর এলাকা ভেড়াখোলা গ্রাম। শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত এই চরে ভেড়াখোলা আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের মাঠে তৈরী করা ভবন নিয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসী। <br /> <br />উপজেলা প্রকৌশলী দাবি করেছেন, নতুন ভবনটি বিদ্যালয় দু’টির সম্প্রসারিত অংশ। <br /> <br />সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনের একাংশ ব্যবহৃত হচ্ছে একটি বেসরকারী সংস্থার কাজে।

Buy Now on CodeCanyon