Surprise Me!

হবিগঞ্জে নিখোঁজ ৪ শিশুর লাশ উদ্ধার

2016-02-18 1 Dailymotion

এবার হবিগঞ্জের বাহুবলে নৃশংসতায় প্রাণ হারালো ৪ শিশু। বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মাঠে মাটি চাপা দেয়া লাশ চারটি উদ্ধার করা হয়েছে। এই হত্যায় জড়িতদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। <br />স্বজনের আহাজারিতে ভারি হয়ে আছে সুন্দ্রাটিকি গ্রামের পরিবেশ। <br />কেউই মেনে নিতে পারছে না ৫ দিন আগে যে শিশুদের দৌড় ঝাঁপে মুখরিত ছিলো বাড়ি আর এলাকা তারা আর নেই । <br /> <br />জাকারিয়া শুভ, তাজেল মিয়া, মনির ও ইসমাইল। চার খেলার সাথি পাঁচ দিন আগে খেলতে বেড়িয়ে নিখোঁজ হয়। <br />৪দিন পর মাটি চাপা দেয়া লাশের সন্ধান মেলে গ্রামেরই এক মাঠে। <br />নিহত এক শিশুর বাবার অভিযোগ গ্রাম পঞ্চায়েত নিয়ে বিরোধের জেরে ঘটে <br />থাকতে পারে এ হত্যাকান্ড। <br />অভিযোগ উঠেছে শিশু নিখোঁজের বিষয়টি পুলিশকে জানিয়েও মেলেনি সহায়তা। <br />তবে লাশের সন্ধান পাওয়ার পর আসামী গ্রেফতারে পুরষ্কার ঘোষনা করেছে সিলেট রেঞ্জের পুলিশ। <br />স্বজনদের অভিযোগ পুলিশের এখনকার এই তৎপরতা পাঁচদিন আগে হলে হয়তো খালি হতো না মায়ের বুক।

Buy Now on CodeCanyon