Surprise Me!

নারীর প্রতি সহিংসতা

2016-03-11 7 Dailymotion

01_12_2015 <br />রাজধানী সংলগ্ন গাজীপুরে বেড়েই চলেছে নারীর প্রতি সহিংসতা। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের মতে শিল্প কারখানায় সিংহ ভাগ শ্রমিকই নারী হওয়ায় বাড়ছে ধর্ষণ আর নির্যাতনের ঘটনা। <br /> <br />গাজীপুরের কালিয়াকৈরে এক নারীর উপর এভাবেই অমানবিক নির্যাচন চালানোর দৃশ্য প্রচার করে গণমাধ্যম। গ্রেফতার হয় এক আসামীও। <br /> <br />একই এলাকায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী। আর টঙ্গীতে আরেক নারীর দু’চোখ উপড়ে নেয় তারই তৃতীয় স্বামী। এমনই পারিবারিক সহিংসতার ঘটনা গাজিপুরে ঘটছে অহরহই। <br /> <br />পুলিশের পরিসংখ্যানে গত ছয় মাসে যৌতুকের দাবিতে পারিবারিক সহিংসতায় নির্যাতিত হয়েছে ৬১ জন। প্রাণ হারিয়েছে ৫জন। ধর্ষনের শিকার হয়েছে ৭৭ নারী, যাদের মাঝে ৩ জনকে খুন করা হয়। এর বাইরেও অপমৃত্যু ঘটেছে ১৪৪ নারীর। নারীর প্রতি এই ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে গাজীপুরের জেলা পুলিশ সুপার বলেন; <br /> <br />তবে আইনজীবীদের ভাষ্য মতে এর পেছনে আইনী দূর্বলতাই মূখ্য কারন।

Buy Now on CodeCanyon