Surprise Me!

আখেরী মোনাজাতে শেষ হলো ৫১তম বিশ্ব ইজতেমা

2016-03-11 10 Dailymotion

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ক্ষমার আশায় তুরাগ তীরে দু'হাত তুলে, মহান আল্লাহর কাছে কাঁদলেন লাখো মুসল্লি। ইজতেমার ময়দান ছাড়িয়ে সড়কে কিংবা টেলিভিশনের কল্যাণে বাড়িতে বসেও শরিক হলেন, আরো অনেকে। অন্যদিকে, ইজতেমায় অংশ নেয়া ৪ মুসল্লী মারা গেছেন। <br /> <br />আখেরী মোনাজাতে অংশ নেয়ার উদ্দেশ্যে রোববার ভোর থেকেই টঙ্গীর তুরাগ তীরে জড়ো হতে শুরু করেন লাখো মুসল্লি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয় বিশ্ব ইজতেমা প্রাঙ্গন ও আশপাশের রাস্তাঘাটসহ পুরো এলাকা। <br /> <br />বেলা সোয়া এগারোটায় শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত। পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। আধা ঘন্টাব্যাপী মোনাজাতে ঈমান-আমলের দৃঢ়তার পাশাপাশি বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনায় স্রষ্টার কাছে প্রার্থনা করা হয়। এসময় আমিন আমিন ধ্বনীতে মুখর হয়ে ওঠে ঘোটা এলাকা। <br /> <br />আখেরী মোনাজাত উপলক্ষে, আব্দুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা, বাইপাইল ও মীরের বাজার পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Buy Now on CodeCanyon