Surprise Me!

বিলুপ্তির পথে রাখাইন ভাষা

2016-03-11 11 Dailymotion

2016_01_19 <br />পৃষ্ঠপোষকতার অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য আর সাংস্কৃতি আজ বিলুপ্তির পথে। একসময় যে রাখাইন সম্প্রদায়ের ছিলো নিজস্ব বর্ণমালা আজ তা চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে প্রায়। সম্প্রতি পটুয়াখালিতে বৌদ্ধ বিহার ছাত্র ফাউন্ডেশন বিহার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করায় আবারও রাখাইন সম্প্রদায় আশায় বুক বাঁধছে হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার। <br />ক্ষুদ্র জাতি গোষ্ঠী রাখাইন; যাদের আছে আলাদা আচার-সংস্কৃতি। সেইসাথে রয়েছে আছে নিজস্ব বর্ণমালাও। <br />তবে দীর্ঘ দিন চর্চার অভাবে দৈন্যতা দেখা দিয়েছিলো রাখাইন সাংস্কৃতিতে। ভাষা চর্চায় তরুণদের অনাগ্রহ এর বড় একটি কারণ। <br />রাখাইনদের এই ভাষা সংরক্ষণে এগিয়ে আসে কয়েকটি বেসরকারী সংগঠন। <br />পটুয়াখালি জেলায় বসতি অন্তত ১৫ হাজার রাখাইনের। তাদের দাবি এই ভাষা সংরক্ষণে সরকারী পৃষ্ঠপোষকতার।

Buy Now on CodeCanyon