Surprise Me!

ইউপি নির্বাচনে সংঘর্ষ

2016-03-22 1 Dailymotion

প্রথম ধাপে ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ঝালকাঠিতে প্রাণ হারিয়েছে একজন। নোয়াখালীর হাতিয়ায় সহকারি প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাকে গুলি করেছে সন্ত্রাসীরা। এছাড়া বিভিন্নস্থানে সংঘর্ষ আহত হয়েছে অন্তত ৫০ জন। কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে স্থগিত করা হয়েছে বেশ কয়েকটি কেন্দ্রের ভোট। <br /> <br />ভোট গ্রহণ শেষের আগ মুহুর্তে ঝালকাঠির নবগ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আবুল কাশেম সিকদার নামে এক জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। <br />নোয়াখালীর হাতিয়ার চরকিং বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় পোলিং ও প্রিজাইডিং অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। <br />লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে কেন্দ্র দখল নিয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত হয়েছে ২০ জন। <br />পটুয়াখালীর চাকামইয়া ইউনিয়নের একটি কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই করার সময় পুলিশ গুলিতে আহত হয়েছেন মেম্বার প্রার্থীসহ তিন জন। <br />ভোলায় দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। <br />কেন্দ্র দখলের চেষ্টা করায় বরিশালের করাপুর ও উজিরপুরে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। <br />বাগেরহাটের মোরেলগঞ্জে হামলায় আহত হয়েছেন একজন প্রিজাইডিং কর্মকর্ত। <br />সাতক্ষীরায় কেন্দ্র দখলের সময় পুলিশের গুলিতে আওয়ামী লীগ নেতা রুহুল কুদ্দুসসহ অন্তত ৩ জন আহত হয়েছে। এছাড়া তালায় কেন্দ্র দখলে বাঁধা দেয়ায় ৪ আনসার সদস্যকে পিটিয়ে আহত করা হয়। <br />খুলনার বটিয়াঘাটায় কাউঘাটা কেন্দ্রে ককটেল ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এসময় তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে ভোটারররা। <br />এছাড়া, শেরপুরের নালিতাবাড়ি, সিলেটের টুকেরবাজার, কক্সবাজারের কুতুবদিয়ার বড়পোক ও কুমিল্লার বরকান্দায় কেন্দ্র দখলকে কেন্দ্র করে আহত হয়েছে ৩০ জন। <br /> <br />https://youtu.be/BZFigze0oUQ

Buy Now on CodeCanyon