দাফনের ১০দিন পর পুনঃময়নাতদন্তের জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ উত্তোলন করা হয়েছে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এরআগে, তনু হত্যার প্রাথমিক রিপোর্ট সিআইডির কাছে পৌঁছে। <br />ডিএনএ পরীক্ষা, সুরতহাল প্রস্তুতসহ পুনরায় ময়নাতদন্তের জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় নিহত সোহাগী জাহান তনুর মরদেহ মুরাদনগরের পারিবারিক কবর থেকে উত্তোলন করা হয়। <br />২৯ মার্চ মামলার তদন্তভার ডিবি থেকে সিআইডিতে হস্তান্তরের পর হত্যার প্রাথমিক রিপোর্ট উল্লেখ করা হয়, তনুকে শ্লীতাহানির পর হত্যা করা হয়। <br />এদিকে,তনু হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে রাজধানী ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে। <br />তনু হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ও প্রশাসনকে সব ধরনের সহযোগীতা করছে সেনাবাহিনী; এমন বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয় কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী সম্পর্কে অনুমাননির্ভর বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। <br />গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের অলিপুর এলাকার কালা ট্যাংকি সংলগ্ন জঙ্গল থেকে কলেজ ছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়।