Surprise Me!

পরিচর্যার অভাবে মারা যাচ্ছে মুজিবনগর আম্রকাননের গাছ

2016-04-16 10 Dailymotion

স্বাধীনতা যুদ্ধের সুতিকাগার সুমিষ্ট আমের জন্য বিখ্যাত মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের আম গাছগুলো এখন সুষ্ঠু পরিচর্যার অভাবে মারা যাচ্ছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত লড়াই করছে গাছগুলোকে। তবে এ ব্যাপারে প্রশাসনের নেই কোন মাথাব্যাথা। <br /> <br />মুক্তিযুদ্ধের সময় প্রথম সরকারের শপথ গ্রহণের এই ঐতিহাসিক স্থানটিতে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে প্রাচীন আমগাছগুলো। স্বাধীনতার পর থেকেই বাগানটি ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে কয়েক প্রজাতির ছোট বড় ১ হাজার ৪৫টি আমগাছ রয়েছে। <br /> <br />কিন্তু এই আম বাগানের গাছগুলোর পরিচর্যার ব্যপারে নেই প্রশাসনের কোন উদ্যোগ। মারা গেছে অসংখ্য গাছ। জীবিত গাছগুলোর বেশিরভাগ অবস্থা জরাজীর্ণ রোগাক্রান্ত। গাছের বিভিন্ন স্থান দখল করেছে আগাছা। স্থানীয়দের অভিযোগ প্রশাসন প্রতি বছর ৬/৭ লাখ টাকায় ফল বিক্রি করলেও কোন পরিচর্যা করে না। <br /> <br />প্রতি বছর ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে বাগান ঝাঁড়ু দেয়া ছাড়া কোনো পরিচর্যা হয় না। <br /> <br />শতবর্ষী গাছগুলো ছায়া ও ফলদানের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই যথাযথ পরিচর্যায় বাগানের প্রাণ ফিরিয়ে আনার দাবি সবার।

Buy Now on CodeCanyon