Surprise Me!

নীলফামারীর কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান

2016-04-23 3 Dailymotion

শিক্ষা বিস্তারে সরকার বিশেষ গুরুত্ব দিলেও কর্তৃপক্ষের উদাসীনতায় চরম অযত্ন-অবহেলায় রয়েছে নীলফামারীর ডোমারের কাঠালতলী উচ্চ বিদ্যালয়। চরাঞ্চলের বিদ্যালয়টিতে নেই প্রয়োজনীয় শ্রেণীকক্ষ ও আসবাবপত্র। বাধ্য হয়েই তাই খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। <br /> <br />জেলার ডোমার উপজেলার কাঠালতলী। এক সময় গ্রামটির চারদিকে ১২ কিলোমিটারের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। স্থানীয়দের উদ্যোগে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় কাঠালতলী প্রাথমিক বিদ্যালয়। শুরুতে শিক্ষার্থী কম থাকলেও এ সংখ্যা এখন প্রায় ৫’শ। সরকারিকরণ হলেও ভবন ও শ্রেণীকক্ষের অভাব কাটছে না কিছুতেই। <br /> <br />কি শীত, কি রোদ-বৃষ্টি... সবকিছু উপেক্ষা করে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। দিনের পর দিন এভাবে ক্লাস করতে গিয়ে অসুস্থও হয়ে পড়ছে, অনেক শিক্ষার্থী। <br /> <br />এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মেলেনি কোন ফল। <br /> <br />আর বরাবরে মতো আশার বাণী শোনালেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা।

Buy Now on CodeCanyon