Surprise Me!

সীমানা বিরোধে ১০ স্কুলে তালা

2016-05-26 1 Dailymotion

নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতির সীমান্ত বিরোধ নিয়ে দুই সপ্তাহ ধরে তালা ঝুলছে দশটি প্রাথমিক বিদ্যালয়ে। সন্তানের শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবক। প্রশাসন এ ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের। <br /> <br />নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি অংশজুড়ে রয়ারচর। দুই উপজেলার লোকজনই দীর্ঘদিন ধরে চরটি নিজেদের বলে দাবি করে আসছে। কিন্তু প্রশাসনিকভাবে কোন সমাধান না পাওয়ায় চরগাজী ইউনিয়নের লোকজন বন্ধ করে দেয় দশটি বিদ্যালয়। <br /> <br />দুই সপ্তাহেরও বেশী সময় বিদ্যালয় বন্ধ থাকায় আড়াই হাজার শিক্ষার্থী প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিতে পারেনি। <br /> <br />শিশুদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। <br /> <br />বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা বললেন নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা।

Buy Now on CodeCanyon