আরও কিছুক্ষণ কি রবে বন্ধু <br />আরও কিছু কথা কি হবে ।। <br /> <br />বলবে কি শুধু ভালোবাসি তোমায় <br />বলবে কি শুধু তুমি যে আমার <br />মুছে ফেলে সব জড়তা ।। <br /> <br />আরও কিছুক্ষণ কি রবে বন্ধু <br />আরও কিছু কথা কি হবে। <br /> <br />কাজলো সে চোখের অতল গভীরে <br />হারিয়ে যে আমি একাকার <br />মিষ্টি সে সুরে রিনিঝিনি কাঁকন <br />দিয়েছে যে আমায় পরপার <br />বলবে কি শুধু ভালোবাসি তোমায় <br />বলবে কি শুধু তুমি যে আমার <br />মুছে ফেলে সব জড়তা ।। <br /> <br />আরও কিছুক্ষণ কি রবে বন্ধু <br />আরও কিছু কথা কি হবে ।। <br /> <br />সাগরেরই বুকে উড়ে যায় গাংচিল <br />তুমি যেন তার ঠিকানা <br />জীবনেরই পথে একে যাই যার ছবি <br />তুমি যেন তার উপমা <br />বলবে কি শুধু ভালোবাসি তোমায় <br />বলবে কি শুধু তুমি যে আমার <br />মুছে ফেলে সব জড়তা ।। <br /> <br />আরও কিছুক্ষণ কি রবে বন্ধু <br />আরও কিছু কথা কি হবে ।। <br />বলবে কি শুধু ভালোবাসি তোমায় <br />বলবে কি শুধু তুমি যে আমার <br />মুছে ফেলে সব জড়তা ।। <br /> <br />আরও কিছুক্ষণ কি রবে বন্ধু <br />আরও কিছু কথা কি হবে………