Surprise Me!

নরসিংদীতে লটকন চাষে সাফল্য

2016-06-22 4 Dailymotion

নরসিংদীতে এবার লটকনের বাম্পার ফলন হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী হচ্ছে বিদেশেও। বাজারে এর দাম ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন চাষীরা। <br /> <br />লটকন উঁচু ও সমতল সব ধরনের জমিতেই জন্মে। মাটি ও জাতগুনে এর স্বাদ টক ও মিষ্টি দু’রকমেরই হয়। প্রচুর পুষ্টিগুনে ভরপুর লটকন চাষে কোন বাড়তি জায়গার প্রয়োজন পড়ে না। লটকন নানা নামে পরিচিত, যেমন- Rambai, Rambi, Mafai-farang, Lamkhae, Ra mai ইত্যাদি। <br /> <br />নরসিংদীতে লটকন চাষে ব্যাপক সাফল্য পেয়েছে চাষীরা। আর্থিক লাভের কারণে চাষীদের মধ্যে লটকন চাষে উৎসাহ বেড়েছে। পাশাপাশি বাড়ছে বাগানের সংখ্যাও। <br />স্থানীয় চাহিদা মিটিয়ে লটকন রাজধানীসহ রপ্তানি হচ্ছে বিদেশেও। <br /> <br />এলাকার মাটি লটকন চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় কম খরচে বেশী ফলন পাওয়া যায় বলে জানালেন কৃষি সম্প্রসারণ অফিসার। <br /> <br />চিকিৎসকদের মতে, লটকনে রয়েছে ভেষজ নানা পুষ্টিগুন, যা রোগ প্রতিরোধেও খুবই কার্যকরী।

Buy Now on CodeCanyon