দিনাজপুরের কাহারোলে আবিষ্কৃত হলো ১২শ’ বছর আগে বিষ্ণু মন্দির। পূর্ব ভারতীয় হিন্দু মন্দির স্থাপত্যের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই স্থাপত্যটির খনন কাজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের একটি দল। <br /> <br />কাহারোল উপজেলা ডাবোর ইউনিয়নের নিভৃত পল্লী মাধবগাঁও। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের একটি দল টানা দেড় মাস মাস খনন কাজ চালিয়ে আবিষ্কার করে বিষ্ণু মন্দির। <br /> <br />ইটের তৈরি সুউচ্চ শিখরযুক্ত এই মন্দিরটি একাদশ থেকে দ্বাদশ শতকের কোন এক সময় ভেঙে পড়ে। <br /> <br />এ মন্দিরটি তৎকালীন বরেন্দ্র অঞ্চলে বৌদ্ধ ধর্ম চর্চার ওপর পরবর্তীকালের হিন্দু শাসকদের রাজনৈতিক ও ধর্মীয় আধিপত্যের সরাসরি নিদর্শন বলে ধারণা প্রত্নতত্ববিদদের। <br /> <br />https://youtu.be/hjGJoycI38k <br /> <br />A rare Vishnu temple with a unique ‘nava-ratha’ architecture has been excavated at Madhabgaon village in Kaharol upazila of the northern district of Dinajpur by a team of archaeologists from Jahangirnagar University.