Surprise Me!

ঈদে ব্যস্ত ঝিনাইদহের দর্জিবাড়ী

2016-06-30 6 Dailymotion

চারিদিকে এরই মধ্যে ঈদের আমেজ। একটা উৎসবের জন্য যেন প্রস্তুত সবাই। সেই সঙ্গে ব্যস্ততা বেড়েছে ঝিনাইদহের টেইলার্সগুলোতে। <br /> <br />ঈদকে সামনে রেখে ঝিনাইদহে কাপড় তৈরীর ধুম পড়েছে টেইলার্সগুলোতে। অন্যান্য সময়ের তুলনায় কাজের চাপ বেড়েছে কয়েক গুন। দম ফেলার ফুসরত নেই কারিগরদের। <br /> <br />এগুলোতে ছেলেদের শার্ট-প্যান্ট থেকে শুরু করে মেয়েদের হাল ফ্যাশনের ফ্লোরটাচ গাউনের পাশাপাশি রয়েছে সালোয়ার কামিজ তৈরীর চাপ। কাজের ওর্ডার বেশী হওয়ায় বেড়েছে তৈরী মূল্যও। <br /> <br />ঈদের আগেই সব ওর্ডার সময় মতো বুঝিয়ে দেওয়ার জন্য পোশাকের কারিগররা অতিরিক্ত লোক নিয়ে কাজ চালাচ্ছেন।

Buy Now on CodeCanyon