Bangla Lyrics: <br /> <br />বন্ধু তোর লাইগা রে <br />বন্ধু তোর লাইগা রে <br />আমার তনু জড়জড় <br />মনে লয় ছাড়িয়ারে যাইতাম <br />থুইয়া বাড়ি ঘর <br />বন্ধু তোর লাইগা রে <br />অরণ্য জঙ্গলার মাঝে <br />আমার একখান ঘর <br />ভাইয়ো নাই বান্ধবও নাই মোর <br />কে লইবো খবর হায়রে <br />বন্ধু তোর লাইগা রে <br />বট বৃক্ষের তলে আইলাম <br />ছায়া পাইবার আশে <br />তাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে <br />আমার কর্মদোষে <br />বন্ধু তোর লাইগা রে <br />নদী পাড় হইতে গেলাম <br />নদীরও কিনারে <br />নদীরও কিনার বানাইয়া <br />নদী পাড় হইতে গেলাম <br />নদীরও কিনারে <br />আমারে দেখিয়ারে নৌকা <br />সরে দুরে দুরে হায়রে <br />বন্ধু তোর লাইগা রে <br />সৈয়দ শাহ নূরে কান্দইন <br />নদীর কুলো বইয়া <br />পাড় হইমু পাড় হইমু কইরা <br />দিনতো যায় চলিয়া হায়রে <br />বন্ধু তোর লাইগা রে