Surprise Me!

এইচএসসির ফল প্রকাশ

2016-08-18 1 Dailymotion

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর সবচেয়ে ভাল ফলাফল করেছে যশোর শিক্ষা বোর্ড। পাশের হার কমলেও রাজশাহী বোর্ডে বেড়েছে জিপিএ ফাইভের সংখ্যা। প্রতিনিধিদের তথ্য-চিত্রে সারাদেশের ফলাফল নিয়ে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। <br /> <br />যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮৩ দশমিক চার দুই শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। <br /> <br />রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ ৫ পাওয়ার সংখ্যা। এবার পাশের হার ৭৫ দশমিক ৪০। আর জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন। <br /> <br />দিনাজপুরে ৭০ দশমিক ছয় চার শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮শ ৯৯ জন। <br /> <br />বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৭০ দশমিক এক তিন। পাশ করেছে ৪৩ হাজার ১৫৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭’শ ৭৮ জন। <br /> <br />গতবারের চেয়ে ১০ দশমিক সাত নয় শতাংশ কমে এবার সিলেট বোর্ডে পাশের হার ৬৮ দশমিক পাঁচ নয়। জিপিএ-৫ পেয়েছে ১৩শ’ ৩০জন। <br /> <br />চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার এবার পাসের হার ৬৪ দশমিক ছয়। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী। <br /> <br />কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯২ জন।

Buy Now on CodeCanyon