Surprise Me!

Mashrafe Bin Mortaza Crazy Fan I Bangladesh Cricket I Binodon Net BD

2016-10-01 2 Dailymotion

এমন দৃশ্য ইউরোপিয়ান ফুটবলের মাঠে নিয়মিত দেখা যায়। প্রায়ই এর শিকার হন লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মত ফুটবলাররা। ক্লাব ফুটবলে কিংবা জাতীয় দলের ম্যাচে প্রায়ই দেখা যায়, ম্যাচ চলা অবস্থাতেই নিরাপত্তার বাঁধ ভেঙে মাঠে ঢুকে পড়েন দু-একজন পাগলাটে দর্শক। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তেমন অনেক ছবি নিয়মিতই এই দেশের পত্র-পত্রিকাগুলো ছাপায়। <br /> <br />এবার সেই কাণ্ডটা ঘটলো বাংলাদেশে। তাও আবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তখন চলছে ২৯ তম ওভারের খেলা। বল করছিরেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে আফগানিস্তানের রশিদ খান। <br /> <br />এমন সময় এক দর্শক ঢুকে গেলেন মাঠে। উদ্দেশ্য আর কিছুই না। স্রেফ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে একবার ছুঁয়ে দেখা। সেই স্বপ্ন তার পূরণ হল। মাশরাফি তাকে কোনোই বাঁধা দিলেন না। হাত মেলালেন, বুকে জড়িয়ে ধরলেন। <br /> <br />তবে, দু’জনের এই সাক্ষাতটা খুব একটা দীর্ঘায়িত হল না। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ঝাঁক ভলান্টিয়ার এগিয়ে এসে ওই ভক্তকে সরিয়ে নিয়ে গেলেন। ঘটনা দেখে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলীও। <br /> <br />Subscribe to our channel BINODON NET BD and enjoy more Bengali music. <br />Join with us at facebook.com/binodonnet2016 <br /> <br />*** ANTI-PIRACY WARNING *** <br />This content is Copyright to BINODON NET BD. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented! <br /> <br />YouTube Link: https://youtu.be/oqFKEqn_mjI <br /> <br />Official facebook page : <br />https://www.facebook.com/binodonnet2016 <br /> <br />YouTube Channel : <br />https://www.youtube.com/channel/UCiuo...

Buy Now on CodeCanyon