চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র কর্তৃপক্ষের বনায়ন প্রকল্পের কয়েক’শ গাছ কেটে নিয়েছে একটি চক্র। তবে এ ব্যাপারে কিছুই জানা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তহসিল অফিস বিষয়টি জানলেও নেয়নি কোন পদক্ষেপ। <br /> <br />১৯৯২ সালে বাবুডাইং এলাকার একশ ত্রিশ বিঘা সরকারী খাস জমিতে প্রায় সাড়ে ৮ হাজার বৃক্ষ রোপন করে সবুজ বনায়ন বেষ্টনী তৈরী করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু তাদের অগোচরে কেটে ফেলা হচ্ছে বেশিরভাগ গাছ। <br /> <br />স্থানীয়রা বাঁধা দিলেও তাদের মিথ্যে তথ্য দিয়ে নিধন চলছে রাষ্ট্রীয় সম্পদ। <br /> <br />বিষয়টি তহসিল অফিস জানলেও কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি তহশিলদার আহসান হাবিব। <br /> <br />আর তদন্তের পর আইনি পদক্ষেপ নেয়ার কথা বললেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।