Surprise Me!

বগুড়ায় দুই জেএমবি সদস্যর আত্মসমর্পণ

2016-10-06 6 Dailymotion

বগুড়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো নব্য জেএমবির দুই সদস্য। দুপুরে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে মাহমুদ ও হাকিম নামে ওই দুই জঙ্গি আত্মসমর্পন করে। রেব জানায়, এই দুইজন গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুলের ঘনিষ্ঠ সহযোগী। তবে এ হামলার সঙ্গে জড়িত নয়। <br /> <br />আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় আত্মসমর্পণ করলো আব্দুল হাকিম ও মাহমুদুল হাসান নামে দুই জঙ্গি। নিজেদের ভুল বুঝতে পেরেই, স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেয় তারা। <br /> <br />রেবের তত্বাবধানেই আত্মসমর্পণকারী দুই জঙ্গিকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক। <br /> <br />অন্যদেরও আত্মসমর্পনের আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের মদদদাতা ও অর্থায়নকারীদের নির্মূল করা হবে। <br /> <br />আত্মসমর্পণ করায় পূর্বঘোষণা অনুযায়ী তাদের প্রত্যেকের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Buy Now on CodeCanyon