Surprise Me!

গাজীপুর ও টাঙ্গাইলে জঙ্গী আস্তানায় গোলাগুলি, নিহত ৪

2016-12-04 4 Dailymotion

এবার দু’জেলায় ৩টি জঙ্গী আস্তানা গুড়িয়ে দিল আইন-শৃঙ্খলাবাহিনী। ভোরে গাজীপুরের হারিনালের পশ্চিমপাড়া ও পাতারটেকে গোলাগুলিতে নিহত হয় ২ জঙ্গী। অন্যদিকে, সকালে টাঙ্গাইলের রেবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে আরো ২ জঙ্গী। <br /> <br />নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশসহ কয়েকজন জঙ্গী গাজীপুরের হারিনালে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পশ্চিমপাড়ায় অভিযান চালায় রেব। আর পাতারটেকে ডিবি পুলিশ। <br /> <br />পশ্চিমপাড়ার একটি বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করলে জঙ্গিরা রেবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা জবাব দেয় রেবও। <br /> <br />এদিকে, পাতারটেকে আত্মসমর্পন করতে বলা হলেও তা মানেনি জঙ্গীরা। কাউন্টার টেরোজিম ইউনিটের সঙ্গে বেশ কিছুক্ষণ থেমে থেমে চলে গোলাগুলি। <br /> <br />অন্যদিকে, টাঙ্গাইল পৌর এলাকায় রেবের অভিযানে আরো দুই জঙ্গি নিহত হয়েছে। রেব ১২’র কমান্ডার শাহাবুদ্দিন খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে কাগমারা মির্জামাঠ এলাকার একটি বাড়িটিতে অভিযান চালানো হয়। ভেতরে ঢোকার পর এক ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করতে গেলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রেবের সঙ্গে গোলাগুলি হয়।

Buy Now on CodeCanyon