শ্রেণী কক্ষের অভাবে নেত্রকোণার বারহাট্টা সরকরি প্রাথমিক বিদ্যালয়ে চলছে খোলা আকাশের নীচে পাঠদান। রোদ বৃষ্টি ঝড়ে পাঠদান ব্যাহত হলেও শ্রেণীকক্ষ নির্মাণে কারযকর উদ্যেগ নেই শিক্ষাবিভাগের। <br /> <br />বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টি শাখায় মোট শিক্ষার্থী ৭শ ১১ জন। দুই বছর আগে বিদ্যালয়ের মূলভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পর থেকে নেই কোন শ্রেণী কক্ষ। <br /> <br />স্কুলের মাঠে মাদুর বিছিয়ে ও বেঞ্চ পেতে চলছে পাঠদান। রোদের উত্তাপ আর বৃষ্টির কারণে পড়াশোনায় অমনোযোগী হচ্ছে শিক্ষার্থীরা। <br /> <br />এ ব্যাপারে প্রশাসনের কাছে বার বার আবেদন করেও কোন ফল পায়নি বিদ্যালয় পরিচালনা পরিষদ। <br /> <br />আর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বললেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। <br /> <br />Class Under tree:::: Similar PKG News <br />https://www.youtube.com/watch?v=fHZQTc7PS0g <br />https://www.youtube.com/watch?v=mntdGWPedsI <br />https://www.youtube.com/watch?v=OEdGZvEB2MM <br />https://www.youtube.com/watch?v=M2i6rldaycs