Surprise Me!

লালন স্মরণোৎসবের শেষ দিন

2016-12-04 2 Dailymotion

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মরমি সাধক ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে চলা ৩ দিনের লালন স্মরণ উৎসবের শেষ দিন আজ। দেশ-বিদেশের ভক্ত অনুরাগী আর দর্শনার্থীদের ভিড়ে জমজমাট উৎসবস্থলে বিষাদের সুর। আখড়াবাড়ি ছাড়তে শুরু করেছেন সাধু ভক্তরা। তবে গ্রামীন মেলা চলবে আরো কয়েক দিন। <br /> <br />বিদায়ের সুর বাজতে শুরু করেছে ছেঁউড়িয়ার লালন আখড়ায়। ফিরতে শুরু করেছেন বাউল-সাধকরা। নিয়ে যাচ্ছেন সাঁইজির দর্শন আর বাণী। <br /> <br />সঙ্গীতের ভাষায় যিনি বলেছেন আত্নশুদ্ধির কথা, নাড়া দিয়েছেন চিন্তার জগৎ। বছর জুড়ে চলবে তারই বিস্তার। পাওয়া-না পাওয়ার হিসাবের চেয়ে যেখানে মুখ্য- মানুষের কল্যাণ। <br /> <br />এদিকে, লালন স্মরণ উৎসব উপলক্ষ্যে বসেছে গ্রামীন মেলা। সেখানে নানা রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। <br /> <br />১৯২৭ সালের পহেলা কার্তিক ফকির লালন সাঁই দেহ ত্যাগ করেন। সেই দিনটিকে স্মরণে প্রতি বছর তার ভক্ত-অনুসারিরা মিলিত হন ছেউড়িয়ার আখড়া বাড়িতে।

Buy Now on CodeCanyon