Surprise Me!

নবীনগরে ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে ভাতা উত্তোলন

2016-12-04 3 Dailymotion

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠিয়ে নিয়মিত সম্মানী ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে মুক্তিযোদ্ধার তালিকায় ১৬৫০জনের মধ্যে ৪শ৮১ জনই ভূয়া। এ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ে অভিযোগের পর বিষয়টি তদন্তে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। <br /> <br />সরকারি তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ১১শ ৬৯ জন। কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করছেন ১৬৫০জন। অভিযোগ উঠেছে সমাজকল্যান মন্ত্রনালয় ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারির যোগসাজসে ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেটে অন্তর্ভূক্ত করে ভাতা উত্তোলন করা হচ্ছে। <br /> <br />এনিয়ে আবদুল মোতালিব নামে এক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করেন। <br /> <br />নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করলেও অনেকে বলতে পারেন নি কোন সেক্টর আর কার নেতৃত্বে যুদ্ধে অংশ নিয়েছেন। <br /> <br />এদিকে, যাচাই-বাছাইয়ের সময় কিছু ভুলের কারণেই এ সমস্যা, বলছেন মুক্তিযোদ্ধা সংসদ কর্মকর্তারা। <br /> <br />আর মন্ত্রনালয়ের নির্দেশ পেয়েই বিষয়টি তদন্তে কাজ শুরুর কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। <br /> <br />https://www.youtube.com/watch?v=u8dkL8oYlR8

Buy Now on CodeCanyon