Surprise Me!

১৩ জলদস্যুর আত্মসমর্পণ

2016-12-04 4 Dailymotion

দেশে কাজের কোন অভাব নেই, তাই দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বাকি দস্যুদের আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০১৬) দুপুরে বরগুনায় সাগর বাহিনীর প্রধানসহ ১৩ জলদস্যুর আত্মসমর্পন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে রেব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, দস্যুবৃত্তি থেকে ফিরে আসলে সরকারী ও বেসরকারীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। <br /> <br />স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পন করেছে সুন্দরবনের দস্যু সাগর বাহিনীর প্রধানসহ তার সহযোগীরা। বরগুনা সার্কিট হাউজে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশী-বিদেশী ২০টি অস্ত্র ও ৫শ ৯৬ রাউন্ড গুলি জমা দেয় তারা। <br /> <br />এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অন্য দস্যুদেরকেও আত্মসমর্পনের আহবান জানান। <br /> <br />দস্যুদের মদদ দাতাদের কঠোর হাতে দমন করার কথা জানান রেব মহাপরিচালক।

Buy Now on CodeCanyon