Surprise Me!

লালমনিরহাটে বন্ধ পাট ক্রয় কেন্দ্র

2016-12-04 4 Dailymotion

সোনালী আঁশ, পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার নানা পদক্ষেপ নিলেও অজ্ঞাত কারণে লালমনিহাট পাট ক্রয় কেন্দ্রগুলো দুই বছর ধরে বন্ধ রয়েছে পাট কেনা। সরকারী বা বেসরকারীভাবে পাট ক্রয় না করায় বাধ্য হয়ে কম দামেই ফড়িয়াদের কাছে পাট বিক্রি করছে কৃষকরা। এতে পাট উৎপাদনে আগ্রহ হারাচ্ছে তারা। <br /> <br />জেলা পাট অধিদপ্তরের তথ্যমতে লালমনিরহাটে এবার ৪৫ হাজার চাষী ২ লাখ ৯১ হাজার মণ পাট উৎপাদন করেছেন। কিন্তু পাট ক্রয় কেন্দ্রগুলো তা না কেনায় বিপাকে পড়েছেন তারা। বাধ্য হয়ে অর্ধেক দামে খোলা বাজারে করতে হচ্ছে। <br /> <br />আবার সরকারীভাবে পাটে মূল্য নির্ধারণ না করায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। <br /> <br />দুই বছর আগে পাট ক্রয়ের লাইসেন্স ধারীর সংখ্যা ছিল ২শ৫৮টি আর তা কমে গিয়ে বর্তমানে নেমে এসেছে ১শ৩০টিতে। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। <br /> <br />২০১৪ সাল থেকে পাট ক্রয় কেন্দ্রগুলো তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।

Buy Now on CodeCanyon