Surprise Me!

চট্টগ্রামে হুজির ৫ সদস্য আটক

2016-12-08 4 Dailymotion

চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ, হুজির ৫ সদস্যকে আটক করা হয়েছে। ভোররাতে ২ জঙ্গীকে অস্ত্রসহ আটক করে রেব। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আকবর শাহ থানার কর্নেলহাট এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয় আরো ৩ জনকে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও উস্কানিমূলক বই জব্দ করা হয়। <br /> <br />জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে নগরীর এ কে খান রোডের একটি বাড়িতে অভিযান চালায় রেব সদস্যরা। এ সময়, অস্ত্রসহ আটক করা হয় দু'জনকে। পরে, তাদের দেয়া তথ্যে পাহাড়তলীর উত্তর কর্নেলহাট এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালানো হয়। <br /> <br />রেব জানায়, এ সময় আটক করা হয় হরকাতুল জিহাদের ৩ সক্রিয় সদস্যকে। তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয় দুটি পিস্তল, সাতটি ম্যাগাজিন, ১২টি হ্যান্ড গ্রেনেড, ১৬৭ রাউন্ড গুলি ও ১২টি জাতীয় পরিচয়পত্রসহ বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম। এরা বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানান রেব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। <br /> <br />স্থানীয়রা জানায় ওই বাড়িটি কয়েকদিন আগে তারা ভাড়া নিয়েছিল।

Buy Now on CodeCanyon