Surprise Me!

বেগম রোকেয়া দিবস

2016-12-09 23 Dailymotion

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। প্রতিবছরের মত এবারও রংপুরের মিঠাপুকুরে নেয়া হয়েছে ৩ দিনের কর্মসূচি। কিন্তু এক যুগ পরেও ঘোচেনি পায়রাবন্দে নির্মিত ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে’র বেহাল দশা। দিনের পর দিন তালাবদ্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান স্মৃতিচিহ্ন, প্রায় বন্ধ গবেষণা কাজও। <br /> <br />১৮৮০ সালের ৯ ডিসেম্বর জম্ম ও ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন, মুসলিম নারী জাগরণের কবি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তৎকালিন সমাজ ব্যবস্থার শৃংখলতাকে উপেক্ষা করে নারীদের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন বেগম রোকেয়া। স্কুল পরিচালনা ও সাহিত্যচর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন তিনি। সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচূর তার উল্লেখযোগ্য রচনা। <br /> <br />বেগম রোকেয়ার স্মৃতি চিহ্ন ধরে রাখতে রোকেয়া স্মৃতি সংরক্ষণ, চর্চা ও গবেষণা প্রকল্পের আওতায় ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। কিন্তু মামলা ও আমলাতান্ত্রিক জটিলতায় বর্তমানে তা তালাবদ্ধ। এতে নতুন প্রজন্ম এই মহিয়সী নারী সম্পর্কে জানতে পারছে না অনেক কিছুই। <br /> <br />তবে, কেন্দ্রটি পুনরায় চালুর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান রংপুরের জেলা প্রশাসক। <br /> <br />https://www.youtube.com/watch?v=LkPSS4pPxsk

Buy Now on CodeCanyon