Surprise Me!

সমস্যায় জর্জরিত মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে চিকিৎসালয়

2016-12-16 4 Dailymotion

নানা সমস্যা আর সংকটে বেহাল দশায় মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে চিকিৎসালয়। ১৮ টি রেলওয়ে স্টেশনের কয়েক হাজার মানুষের এ সেবাকেন্দ্রটিতে নেই কোন চিকিৎসক। তাই সেবা নিতে আসা রোগীরা ফিরে যাচ্ছে। <br /> <br />সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে চিকিৎসালয়; ১৮ টি স্টেশনের কয়েক হাজার মানুষের প্রাচীনতম সেবাকেন্দ্র। কিন্তু বর্তমানে এটি নানা সমস্যায় জর্জরিত। লোকবল ও চিকিৎসক-সংকটে খুঁড়িয়ে চলছে এর কার্যক্রম। <br /> <br />দীর্ঘদিন থেকে সহকারী সার্জন না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। <br />চিকিৎসালয়টি পরিচালনায় ১৯টি পদ থাকলেও রয়েছেন মাত্র ৯ জন। <br /> <br />১৯৪৮ সালে এ অঞ্চলের রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য ও রেল যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় চিকিৎসালয়টি।

Buy Now on CodeCanyon