কৃষিনির্ভর নীলফামারীতে চা চাষে দেখা দিয়েছে বিপ্লব। লাভের মুখ দেখে তামাকের পরিবর্তে চা চাষে আগ্রহী হয়ে উঠছেন এখানকার কৃষকরা। গুণগত মান ভাল হওয়ায় চাহিদাও বাড়ছে এ চায়ের। <br /> <br />জেলার কিশোরগঞ্জে ২০১৪ সালে পরীক্ষামূলক চা চাষ শুরু করে উপজেলা প্রশাসন। ভালো ফলন হওয়ায়, পরবর্তীতে ৫২ বিঘা জমিতে চা চাষ করেন চাষিরা। <br /> <br />এক সময়ের পতিত জমি এখন সবুজে ভরে গেছে। আগাছা পরিষ্কার করে চলছে জমি পরিচর্যার কাজ। কোথাও আবার দলবেঁধে সংগ্রহ করা হচ্ছে চায়ের পাতা। এ কাজে জড়িয়ে অনেকে এখন স্বাবলম্ভী। <br /> <br />এখানকার বেলে ও দোঁয়াশ মাটিতে চা চাষের রয়েছে উজ্জল সম্ভাবনা। <br /> <br />চায়ের প্রক্রিয়া ও বাজারজাতে একটি কারখানা নির্মাণের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। <br /> <br />চলতি অর্থবছরে জেলায় ১শ' ৮৭ বিঘা জমিতে চা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চা গবেষণা ইন্সটিটিউট। এছাড়া ২০২০ সালের মধ্যে ২৫ হেক্টর জমি চা চাষের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।