Surprise Me!

ময়মনসিংহে নিয়ন্ত্রনহীন ভাবে চলছে ব্যাটারী অটোরিক্সা

2016-12-16 1 Dailymotion

ময়মনসিংহে নিয়ন্ত্রনহীন ভাবে চলাচল করছে ব্যাটারী অটোরিক্সা। অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক ও মাদকসেবী অটোরিক্সা চালকরা দাবড়ে বেড়াচ্ছেন শহরের অলিগলিসহ প্রধান সড়কগুলো। এতে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে যানজট। নাকাল নগরবাসীর ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের নেই কোন নজর। <br /> <br />গেল কয়েক বছরে ময়মনসিংহ শহর ও আশপাশের উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। পৌরসভা ৭শ’ ৩৫টি ব্যাটারিচালিত অটোরিক্সার নিবন্ধন দিলেও চলাচল করছে প্রায় দশ হাজার। <br /> <br />এতে নগরীর কমপক্ষে দশটি স্পটে প্রতিনিয়তই লেগে আছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছে অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থীসহ কর্মস্থলে যোগ দেয়া মানুষ। <br /> <br />লাইসেন্সবিহীন এসব ক্ষুদ্রযান নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নেয়ায় সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। <br /> <br />আর যানজট নিরসনে মাষ্টারপ্লান প্রনোয়ন কথা জানালেন জেলা পুলিশ সুপার।

Buy Now on CodeCanyon