দখল হয়ে যাচ্ছে দিনাজপুরের বিরলের ধর্মপুর শালবনের জমি। প্রভাবশালী কেটে নিচ্ছে গাছ। অথচ যথাযথ উদ্যোগ নিলে এটি হতে পারে আকর্ষনীয় পর্যটন স্থান। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থান। <br /> <br />বিরল উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণে ভারত সীমান্ত ঘেষা ২ হাজার ৭শ ৬ হেক্টর জমিতে বিশাল শালবন। এখানকার মনোরম দৃশ্য মানুষকে হাতছানী দেয়। মেঘের সঙ্গে শালবনের সখ্যতা আর সারি সারি গাছ যে কারো দৃষ্টি কেড়ে নেবে। <br /> <br />কিন্তু এক শ্রেণীর দখলবাজ রাতের অন্ধকারে কেটে নিচ্ছে গাছ। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিলেও তা কেবলই লোক দেখানো বলে মন্তব্য স্থানীয়দের। <br /> <br />পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলেই দখলদার হাত থেকে বনটি সংরক্ষন সম্ভব বলে মনে করছেন সচেতন এলাকাবাসী। <br /> <br />এ ব্যাপারে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।