নদ-নদী আর বিভিন্ন জলাশয় জালের মত জড়িয়ে আছে বাংলাদেশে। শীতে পানি কমতে শুরু করায় জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। এমন সময় হাঁটু-কোমর পানিতে নেমে ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরার রীতি, নাটোরের গুরুদাসপুর ও মানিকগঞ্জে বহু প্রাচীন। দলবদ্ধভাবে মাছ শিকার রীতিমত উৎসবে পরিনত হয়। <br /> <br />বর্ষার পানি নেমে গেছে অনেক আগেই। তবে চলনবিলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীতে স্থানভেদে এখনো হাঁটু-কোমরপানি। এই সময়টাতে পলো দিয়ে মাছ ধরেন নাটোরের গুরুদাসপুরের সৌখিন মাছ শিকারিরা। <br /> <br />অতীত ঐতিহ্য ধরে রেখে মানিকগঞ্জেও আয়োজন করা হয় পলো উৎসব। একসময় প্রচুর পরিমাণে কই, শিং, মাগুর, শৌল, বোয়ালসহ নানা প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন অনেক কমে গেছে। <br /> <br />আগে মাছ ধরার এই উৎসব ছিল আরো জমজমাট। যান্ত্রিক সভ্যতায় এখন তা অনেকটা মলিন। <br /> <br />জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন বাধাগ্রস্ত হওয়ায় মাছ কমছে বলে জানান বিশেষজ্ঞরা।