Surprise Me!

কমছেই না নারী নির্যাতন

2016-12-17 7 Dailymotion

কমছেই না নারী নির্যাতনের ঘটনা। সাম্প্রতিক সময়ে এর মাত্রা বেড়েছে কয়েকগুন। কুমিল্লা, লক্ষ্মীপুর ও টাঙ্গাইলের ঘটনার রেশ কাটতে কাটতেই এবার নোয়াখালীতে এক গৃহবধুকে নির্যাতন করে গ্রাম মাতব্বররা কেটে দিয়েছে মাথার চুল। থানার মামলা করলেও হুমকিরমুখে আবার তুলে নেয়া হয়েছে সে মামলা। <br /> <br />এক নারীর সঙ্গে অবৈধ সর্ম্পক গড়ার অভিযোগে এক মাস আগে নোয়াখালীর বেগমগঞ্জে এক শালিসি বৈঠকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় মহিউদ্দিনকে। এ অর্থ ওই নারীকে দেয়ার কথা বলে গ্রাম্য মাতব্বররা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দেয়ায় গত বৃহস্পতিবার উপজেলার দূর্গাপুরে আবারো বসে সালিশ। জরিমানর অর্থ না দেয়ায় তার উপর চালানো হয় নির্যাতন। কেটে নেয় মাথার চুল। এ ব্যাপারে থানায় মামলা করলেও হুমকির কারণে তা তুলে নেয় ভুক্তভোগী পরিবার। <br /> <br />আর অভিযুক্তরা বলছেন ভিন্ন কথা। <br /> <br />তবে জেলার সহকারী পুলিশ সুপার শিকদার হাসান ইমাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Buy Now on CodeCanyon