Surprise Me!

খুলে দেয়া হলো বন্ধ পোশাক কারখানা

2016-12-26 1 Dailymotion

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৯টি তৈরি পোশাক কারখানা। সকাল থেকে কাজে যোগ দিতে শুরু করেছে শ্রমিকরা। তবে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি কারখানার সামনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। <br /> <br />প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৩০টি শ্রমিক সংগঠনের অনুরোধের পর সাভার-আশুলিয়ার ৫৯টি পোশাক কারখানার কার্যক্রম আবার শুরু হয়েছে। জামগড়া, ছয়তলা, জিরাবো, নরসিংহপুর, ইউনিক এলাকার বন্ধ থাকা বিভিন্ন কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। <br /> <br />তবে বহিস্কৃত শ্রমিকদের কারখানার আশেপাশে না আসার জন্য মাইকিং করে পুলিশ। পরিস্থিতি শান্ত রাখতে আশুলিয়ায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। <br /> <br />বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে গত ১৯ তারিখ আশুলিয়ার ২৫টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে ২০ তারিখ ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। এ ঘটনায় ১০টি মামলায় শ্রমিক রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। বহিস্কার করা হয় ১হাজার ১শ’ ৪১জন শ্রমিককে। <br /> <br />Previous Story: http://www.dailymotion.com/video/x5684yz

Buy Now on CodeCanyon