যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে পাবনার নগরবাড়ী ঘাটে ধারণক্ষমতার সমান পণ্য নিয়ে ভিড়তে পারছে না জাহাজগুলো। কয়েকটি পয়েন্টের ডুবো চরে আটকা পড়ে আছে প্রায় ২০টি জাহাজ। <br /> <br />দেশের উত্তরাঞ্চলের মোট ১৬ জেলায় জ্বালানি তেল ও রাসায়নিক সার সরবরাহ হয় নগরবাড়ী ঘাট দিয়ে। গভীরতা ঠিক থাকলে ঘাটে ভিড়ে প্রতিদিন ১৫-২০টি জাহাজ। কিন্তু নাব্যতা সংকটে প্রায় এক মাস ধরে এখানে সার, ডিজেল ও কয়লাবাহী জাহাজ ভিড়তে পারছে না। <br /> <br />মোল্লার টেক, চর নতীবপুর ও রাজবাড়ির দৌলতদিয়া পয়েন্টে ১৫-২০টি জাহাজ চরে আটকে আছে। <br /> <br />সংকট নিরসনে ড্রেজিংয়ের কাজ চলছে বলে জানায় বিআইডব্লিউটিএ।