Surprise Me!

কাজে আসছে না ফগ লাইট

2017-01-03 37 Dailymotion

ঘন কুয়াশায় ফেরি চলাচল স্বাভাবিক রাখতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ৬টি ফেরিতে ফগ এন্ড সার্চ লাইট সংযোজন করা হলেও, কোনো কাজেই আসছে না তা। মৌসুমের শুরুতেই ঘন কুয়াশার কারনে প্রায় প্রতিদিনই বন্ধ থাকছে ফেরি চলাচল। <br /> <br />দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরিগুলোতে গত মৌসুমে পাঁচ কোটি টাকা ব্যয়ে ফগ অ্যন্ড সার্চ লাইট সংযোজন করে বিআইডব্লিউটিসি। ঘন কুয়াশায় এগুলো কোন কাজেই আসছে না। <br /> <br />প্রায়ই ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। কনকনে শীতে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন আটকে পড়া যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। <br /> <br />এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান। <br /> <br />যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উচ্চক্ষমতাসম্পন্ন ‘ফগ লাইট’ শুরুতে পরীক্ষামূলকভাবে ২টি ফেরীতে স্থাপনের কথা থাকলেও পরে কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই লাগানো হয় পাটুরিয়া-দৌলতদিয়ার৬টি ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের ৪টি ফেরিতে।

Buy Now on CodeCanyon