Surprise Me!

Padma Bridge (Highway & Railway)

2017-01-10 20 Dailymotion

পদ্মা বহুমুখি সেতু উদ্বোধনের দিন থেকেই সড়ক ও রেল পথ চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা থাকলেও, রেলে লাইন তৈরীর কাজ সম্পর্ন করা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। এই প্রকল্পের জন্য মূল অর্থ সহয়তকারী দেশ চায়নার নিরবতার কারনেই এই অনিশ্চয়তা তৈরী হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। অন্যদিকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা ৫৫ কিলোমিটার চারলেনের এক্সপ্রেস ওয়ের কাজ নির্দিষ্ঠ সময়ই শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। <br />News by ekattor.tv

Buy Now on CodeCanyon