Surprise Me!

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ইবাদতে মশগুল মুসল্লিরা

2017-01-14 6 Dailymotion

ইহকালীন কল্যান ও পরকালীন মুক্তির কামনায় লাখো মুসল্লীর পদচারণায় মুখরিত ইজতেমা ময়দান। ৫২ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে শীতবস্ত্র মুড়ি দিয়ে ইজতেমায়ী কার্যক্রমে অংশগ্রহন করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। বার্ধক্য ও শীতজনিত অসুস্থতার কারণে গতরাতে আরো এক মুসল্লীর মৃত্যু হয়েছে। এনিয়ে প্রথম পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা হলো ৭জন। <br /> <br />উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে _ বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিল ও আল্লাহ্‌র গুনগানে সময় পার করছেন ইজতেমায় আসা লাখো মুসল্লী। <br /> <br />১শ’ ৬০ একর জমিতে এক সামিয়ানার নিচে জমায়েত হয়েছেন নির্দিষ্ট ১৬টি জেলার পাশাপাশি প্রায় ৫০টি দেশের ধর্মপ্রাণ মুসল্লি। তাদের জন্য রয়েছে আলাদা আলাদা খিত্তা। <br /> <br />আগামীকাল রোববার সারা পৃথিবীর শান্তি কামনায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে প্রথম পর্ব। চারদিন বিরতি দিয়ে ২০জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

Buy Now on CodeCanyon