Surprise Me!

নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়

2017-01-16 1 Dailymotion

নারায়ণগঞ্জের সাত খুনের দুই মামলায় প্রধান আসামি নূর হোসেন ও চাকুরিচ্যুত রেবের ৩ কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন। মামলার বাকি নয় আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। <br /> <br />নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ২ বছর পর এ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, রেবের সাবেক ৩ কর্মকর্তা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। <br /> <br />রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন রেব সদস্য। মামলার শুরু থেকেই রেবের সাবেক ৮ সদস্যসহ ১২ আসামি পলাতক। <br /> <br />রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদি ও আইনজীবী। <br /> <br />২০১৪ সালের ২৭ এপ্রিল সদর উপজেলার ফতুল্লা থেকে অপহৃত হন আইনজীবী চন্দন সরকার, প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জন। ৩ দিন পর শীতলক্ষ্ম্যা নদী থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১ মে সকালে বাকি একজনের লাশ পাওয়া যায়। <br /> <br />হত্যার ঘটনায় দুটি মামলা একসঙ্গে তদন্ত করে ১১ মাস পরে ২০১৫ সালের ৮ এপ্রিল ৩৫জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তিনজন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১২৭ জনকে সাক্ষী করা হয়। ১৬২ ধরনের আলামত উদ্ধার দেখানো হয়েছে।

Buy Now on CodeCanyon