Surprise Me!

চাঁদপুরে শিক্ষার্থীদের পিঠের উপর দিয়ে হাঁটলেন উপজেলা চেয়ারম্যান

2017-02-01 6 Dailymotion

চাঁদপুরে শিশুদের পিঠের ওপর দিয়ে হাঁটলেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। মঙ্গলবার উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। মানবসৃষ্ট সেতুর উপর দিয়ে বীরদর্পে হেটে যাওয়ার সেই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। <br /> <br />কোমলমতি শিশুদের পিঠের ওপর দিয়ে বীরদর্পে হেঁটে যাচ্ছেন চল্লিশোর্ধ একজন মানুষ। দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। <br /> <br />চাঁদপুরের হাইমচরের নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই সভাপতি উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। সেখানিই ঘটে এই ঘটনা। <br /> <br />একজন জনপ্রতিনিধির স্কুলছাত্রদের শরীরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় বইছে নিন্দার ঝড়। <br /> <br />ব্যতিক্রমী শারীরিক কসরত প্রদর্শন করতেই এমন আয়োজন করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। <br /> <br />*************** <br />স্কুল ছাত্রদের পিঠে হাঁটলেন আওয়ামীলীগ নেতা <br /> <br />শিক্ষার্থীর পিঠে চেয়ারম্যানের পা, নিন্দার ঝড় <br /> <br />শিশুদের পিঠের ওপর হাঁটলেন উপজেলা চেয়ারম্যান <br /> <br />শিক্ষার্থীদের পিঠে হাঁটলেন উপজেলা চেয়ারম্যান <br /> <br />ছাত্রের পিঠ 'পদ্মাসেতু', তাতে হাঁটলেন জনপ্রতিনিধি <br /> <br />শিশুদের মানব সেতুতে হাঁটলেন আ'লীগ নেতা

Buy Now on CodeCanyon