আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার নাঙ্গলকোটের কৃষকরা। মাঠে মাঠে চলছে ক্ষেত পরিচর্যার কাজ। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে। <br /> <br />মাটির উর্বরতা আর অনুকূল আবহাওয়ার কারণে জেলার নাঙ্গলকোটে বাড়ছে আলু চাষ। ভালো ফলন পেতে আগাছা পরিস্কার আর নিড়ানিতে ব্যস্ত কৃষকরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দম ফেলারও সুযোগ নেই তাদের। <br /> <br />গত বছরের মত এবারও আলুর ভালো দাম পাবে বলে আশা তাদের। <br /> <br />শীত ও কুয়াশায় উৎপাদনে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। <br /> <br />জেলায় এবার ১৫ হাজার ১শ ৩৭ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে।